Home কমিউনিটি গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র আসন্ন নির্বাচন : নমিনেশন গ্রহণ সম্পন্ন

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র আসন্ন নির্বাচন : নমিনেশন গ্রহণ সম্পন্ন

75
0

সিলেট জেলার ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে এর আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য নমিনেশন গ্রহণ সম্পন্ন হয়েছে।

নমিনেশন গ্রহণের শেষ দিনে, ১৬ সেপ্টেম্বর, সন্ধ্যা ৮ ঘটিকায় দুইটি প্যানেল তাদের প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনের কাছে দাখিল করেন।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হাফিজুর রহমান, এবং কমিশনার মোঃ মুজিবুর রহমান ও মোঃ তাজুল ইসলাম নমিনেশন গ্রহণের দায়িত্বে ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষক আব্দুল কাদির এবং নির্বাচনের লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা আলী হোসেন।

নমিনেশন দাখিলের সময় প্রথমে নজরুল–মহিবুল–মুকিত প্যানেল ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরপর মাসুক–শুকুর–মারুফ প্যানেল ২৭ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন।

অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা মণ্ডলী, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সদস্য।

নমিনেশন গ্রহণ শেষে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হওয়ায় সদস্যদের মধ্যে উৎসাহ ও আশা উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউ গোলাপগঞ্জের সর্ববৃহৎ যুক্তরাজ্যের চ্যারিটি ভুক্ত সংগঠন ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইতিমধ্যে দুই হাজারের অধিক সদস্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

পড়ুনঃ  ১৬ই ফেব্রুয়ারী রবিবার লণ্ডন মুসলিম সেন্টারে হজ্জ ও ওমরা প্রদর্শনী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here