Home বাংলাদেশ এইচআরএসএস’ এর মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

এইচআরএসএস’ এর মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

19
0

তারিখঃ ০৪ নভেম্বর ২০২৫
সংবাদ বিজ্ঞপ্তি

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) অক্টোবর ২০২৫ মাসের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের মাসিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছে। সংগঠনটি জানিয়েছে, অক্টোবর মাসে দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক। রাজনৈতিক অস্থিতিশীলতা, সহিংসতা, নিরাপত্তাহীনতা এবং আইনের শাসনের দুর্বলতা এ মাসের ঘটনাপ্রবাহে গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা, রাজনৈতিক সহিংসতা, শ্রমিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, সংখ্যালঘুদের ওপর হামলা, এবং সীমান্তে হত্যাসহ বিভিন্ন ঘটনায় মানবাধিকার পরিস্থিতি আরও নাজুক হয়েছে।

রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি

অক্টোবর মাসে কমপক্ষে ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১০ জন নিহত এবং ৫১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও দলীয় বিরোধে ৩৭টি ঘটনায় ৯ জন নিহত ও ২৮৬ জন আহত হয়েছেন। বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত হয়েছেন ৬০ জন, বিএনপি-জামায়াত সংঘর্ষে ১৩৭ জন আহত হয়েছেন। সহিংসতায় অন্তত ৩৫ জন গুলিবিদ্ধ হয়েছেন এবং চল্লিশাধিক বাড়িঘর, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে।

সাংবাদিকদের ওপর হামলা

গত মাসের তুলনায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েছে। অক্টোবর মাসে ৩৪টি ঘটনায় ৪৮ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে অন্তত ২৫ জন আহত ও ২ জন গ্রেফতার হয়েছেন। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হলো বাগেরহাটে সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা করা এবং ঢাকায় গণমাধ্যমকর্মী স্বর্ণময়ী বিশ্বাসের রহস্যজনক মৃত্যু।

গণপিটুনি ও সংখ্যালঘুদের ওপর হামলা

অক্টোবর মাসে ১৭টি গণপিটুনির ঘটনায় ১০ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। একই মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ২টি হামলায় ১৩ জন আহত হয়েছেন—যার মধ্যে নেত্রকোণার দুর্গাপূজা মণ্ডপে ও ময়মনসিংহের শ্যামাপূজায় হামলার ঘটনা উল্লেখযোগ্য।

সীমান্তে হত্যা ও আগ্রাসন

ভারতীয় বিএসএফের হামলায় ৪ জন বাংলাদেশি গ্রেফতার এবং তিনজনকে ত্রিপুরায় স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে বলে প্রতিবেদনে বলা হয়। একই সময়ে ভারত ১৩৫ জন বাংলাভাষী নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে।
অন্যদিকে, মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আক্তার হোসেন নিহত এবং আরাকান আর্মির হাতে ১৮ জন জেলে আটক হওয়ার ঘটনাও প্রতিবেদনে উঠে এসেছে।

পড়ুনঃ  মাহমুদুর রহমানের ৭ দফা দাবি: ছাত্রলীগকে নিষিদ্ধের আহ্বান ও ইফতেখারুজ্জামান-দেবপ্রিয় ভট্টাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন

শ্রমিক ও নারী-শিশু নির্যাতন

অক্টোবর মাসে ৩৫টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ১১ জন নিহত এবং ১১৬ জন আহত হয়েছেন। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মারা গেছেন ৩৬ জন শ্রমিক। এছাড়া নারী ও কন্যা শিশু নির্যাতনের ঘটনা ভয়াবহভাবে বেড়েছে — ২২১ জন নারী ও শিশু নির্যাতনের শিকার, এর মধ্যে ৭৮ জন ধর্ষিত, ৯ জন গণধর্ষণের শিকার, এবং ৫ জন ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
শিশু নির্যাতনের ঘটনায় ১৩৩ জন শিশু ক্ষতিগ্রস্ত, যার মধ্যে ৩৪ জন নিহত হয়েছে।

রাজনৈতিক মামলা ও গ্রেফতার

অক্টোবর মাসে সারাদেশে ২৪টি রাজনৈতিক মামলায় ৫৭৩ জন গ্রেফতার হয়েছেন। যৌথবাহিনীর অভিযানে আরও ৩৭০৮ জনকে গ্রেফতার করা হয়, যাদের অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য।

এইচআরএসএস বলেছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে কার্যকর সংলাপ অপরিহার্য। সংগঠনটি সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে এবং নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষায় আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here