ইউরো বাংলা ডেস্কঃ তুরস্কে চৌদ্দশ বছরের পুরনো বসতি আবিষ্কার করলেন প্রত্নতত্তবিদরা। পাথরের যে সরঞ্জাম এবং হাড়গুলিও পাওয়া গেছে, সেগুলোর সবই এপিপালিওলিথিক যুগের। মঙ্গলবার জার্মান প্রত্নতাত্ত্বিক ইনস্টিটিউট এ ঘোষণা দেয়।
গত বছরের শরৎকালে তুর্কি এবং জার্মান বিজ্ঞানীদের একটি দল এই স্থানটি আবিষ্কার করে। তারা ডিকিলি এবং বার্গামা শহরের মধ্যে একটি গুহায় খননের মাধ্যমে এই প্রত্নতাত্ত্বিক জরিপ চালায়।
গুহায় পাওয়া অন্যান্য আবিস্কার গুলো হচ্ছে বাইজেন্টাইন, ইসলামিক এবং ব্রোঞ্জ যুগের।
প্রাচীন স্থানটিতে আরও গবেষণার জন্য, কয়েক মাস আগে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সহায়তায় এবং বার্গামা জাদুঘরের পরিচালনায় ছয় সপ্তাহ ধরে একটি উদ্ধার খনন কার্যক্রম চালানো হয়।
যে গুহাটিতে বসতি আবিষ্কৃত হয়েছে তা শিকারী-সংগ্রাহকদের বসবাস এবং উৎপাদন স্থান হিসাবেও ব্যবহৃত হতো।