বাড়ি ইউকে “ন্যাশনালটি এন্ড বর্ডার বিল”র প্রতিবাদে সমাবেশ লন্ডনে বিরাট অনুষ্ঠিত

“ন্যাশনালটি এন্ড বর্ডার বিল”র প্রতিবাদে সমাবেশ লন্ডনে বিরাট অনুষ্ঠিত

66
0

বদরুজ্জামান বাবুল, লন্ডন, ১৯ শে ডিসেম্বর ‘২১: ব্রিটিশ পারলামেন্ট তথা নিম্ন কক্ষে পাশ হওয়া ন্যাশনালটি এন্ড বর্ডার বিল যা এখন আপার হাউস তথা লর্ড হাউসে রিভিউ শেষে আইনে পরিনত হলে দৈত নাগরিকত্ব সহ ইমিগ্রেন্ট বা অপরাপর ব্রিটিশ নাগরিকদের নাগরিকত্ব চ্যালেঞ্জের মুখোমুখি। এই আইন অনুযায়ী ব্রিটিশদের শুধু সিটিজেনশীপই হারাতে হবে না বরং ব্রিটেন থেকে ডিপোর্ট হয়ে পূর্ব পুরুষের দেশে ফিরে যেতে হবে। এক্ষেত্রে কোন আপিল শুনানিও করা যাবেনা বা এমনকি ব্রিটিশ সরকারও কারণ দর্শাতে বাধ্য হবে না।
এমতাবস্থায় ব্রিটেন জুড়ে সকল ইমিগ্রান্ট কমিউনিটিতে শুরু হয়েছে উদ্বেগ আতংক। তাই এর প্রতিবাদে আজ ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় তথা দশ নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের সংখ্যাধিক্য ইমিগ্রান্ট কমিউনিটির প্রতিনিধিত্বকারী সংগঠন সমুহের উদ্যোগে এক বিরাট প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সংগঠন সমুহের মধ্যে উল্লেখযোগ্য হলো স্টান্ড আপ্টু রেসিজম, ন্যাশনাল এডুকেশন ইউনিয়ন, স্টপ দ্যা ওয়ার কোয়ালিশন, মুসলিম এসোসিয়েশন অব ব্রিটেন, শিখ কাউন্সিল অব ব্রিটেন প্রমুখ।
এতে লন্ডনের বিভিন্ন এলাকা থেকে এশিয়ান, আফ্রিকান সহ বিভিন্ন ইমিগ্রেশন কমিউনিটির লোকজন, নারী পুরুষ যুবক বৃদ্ধ সকল শ্রেণীর ও পেশার লোকজন দলে দলে যোগদান করেন।
এতে বাংলাদেশি মিডিয়াসহ অসংখ্য বাংগালী এবং বাংলা মিডিয়ার সাংবাদিকগনও যোগদান করেন।
সমাবেশে উপস্থিত সবাই উক্ত বিলের প্রতিবাদ করে বলেন, ব্রিটেন শুধু মাল্টিন্যাশনাল ও মাল্টিকালচারেল দেশই না বিশ্বের মধ্যে অন্যতম মানবাধিকার রক্ষাকারী এবং মানবতাবাদী দেশ। এই দেশে এ ধরনের অমানবিক কালাকানুন মানায় না, তাই উক্ত বিলকে সংশোধন করে সম্পুর্ন মানবিকতা সম্পন্ন করা দরকার যাতে কোন অবস্থায় কারো মানবাধিকার লংঘিত না হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে