বাড়ি বিশ্ব মালয়েশিয়া: রাজনৈতিক কর্মীদের দেওয়া ইসলামিক শিক্ষার অনুমতি প্রত্যাহারের নির্দেশ সেলাঙ্গোর সুলতানের

মালয়েশিয়া: রাজনৈতিক কর্মীদের দেওয়া ইসলামিক শিক্ষার অনুমতি প্রত্যাহারের নির্দেশ সেলাঙ্গোর সুলতানের

174
0

ইউরোবাংলা ডেস্কঃ সেলাঙ্গরের সুলতান সুলতান শরাফুদ্দিন ইদ্রিস শাহ শুক্রবার থেকে যে কোনো রাজনৈতিক কর্মীকে দেওয়া রাজ্যে ইসলাম শেখানোর প্রমাণপত্র বাতিল করার আদেশ দিয়েছেন।

সেলাঙ্গরের সুলতান সুলতান শরাফুদ্দিন ইদ্রিস শাহ শুক্রবার থেকে যে কোনো রাজনৈতিক কর্মীকে দেওয়া রাজ্যে ইসলাম শেখানোর প্রমাণপত্রবাতিল করার আদেশ দিয়েছেন।

সেলাঙ্গর ইসলামিক ধর্মীয় পরিষদের (এমএআইএস) চেয়ারম্যান তান শ্রী আব্দুল আজিজ মোহাম্মদ ইউসোফ বলেছেন, সেলাঙ্গরের সুলতানের আদেশের সাথে সামঞ্জস্য রেখে এমএআইএস প্রমাণপত্রাদি কমিটি রাজ্যের যে কোনো রাজনৈতিক কর্মীকে দেওয়া ইসলামিক শিক্ষার অনুমতি পর্যালোচনা ও প্রত্যাহার করবে।

তবে আব্দুল আজিজ বলেন, ইসলামিক বিষয়ের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় নির্বাহী কাউন্সিলার এখনো ইসলামিক শিক্ষা প্রদান করতে পারেন, যদি তিনি রাজনৈতিক বিষয়ে কোন কথা না বলেন।

তিনি বলেন, মহামান্য রাজা আদেশ দিয়েছেন যে, ইসলামকে রাজ্যের কোনো দল, বিশেষ করে সুরাউ এবং মসজিদে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না।

তিনি আজ এক বিবৃতিতে বলেন, “সেলাঙ্গরে ইসলামের পবিত্রতা রক্ষার জন্য সুলতান রাজনৈতিক কর্মীদের ইসলাম শিক্ষা দেওয়ার জন্য স্বীকৃতি দিতে রাজি নন কারণ আশঙ্কা করা হচ্ছে যে, যেকোন রাজনৈতিক দলের সুবিধার্থে এর অপব্যবহার করা হতে পারে, যা শেষ পর্যন্ত মুসলমানদের মধ্যে অপবাদ, কলহ এবং বিভেদ সৃষ্টি করবে।”

আব্দুল আজিজ বলেন, অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য রিলিজিয়ন অফ ইসলাম (স্টেট অফ সেলাঙ্গর) আইন ২০০৩ এর ধারা ১১৮ এর অধীনে জারি করা প্রমাণপত্র ছাড়া ইসলাম শেখানো একই আইনের ১১৯ ধারার অধীনে একটি অপরাধ। তিনি বলেন, “দোষী সাব্যস্ত হলে ওই ব্যক্তিকে ৩,০০০ রিঙ্গিত জরিমানা করা হতে পারে অথবা দুই বছর কারাদন্ড বা উভয় দণ্ড হতে পারে।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে