বাড়ি কমিউনিটি জনপ্রিয় ফেইসবুক পেজ চ্যানেল ইউরোপ এখন ইউরোপের প্রথম “আই পি টিভিতে”

জনপ্রিয় ফেইসবুক পেজ চ্যানেল ইউরোপ এখন ইউরোপের প্রথম “আই পি টিভিতে”

76
0

লন্ডন থেকে
শামসুর সুমেল

বিশ্ব বাংলা মিডিয়ায় আই পি টিভি তালিকায় যোগ হলো নতুন আরেকটি নাম চ্যানেল ইউরোপ।বিশ্বজুড়া চায়ের টেবিলে চলা আড্ডার এক মৌলিক আলোচ্য বিষয় ফেইসবুক পেজ চ্যানেল ইউরোপ এখন আই পি টিভিতে যোগ হয়েছে।


চ্যানেল আই ইউরোপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অগ্রজ সাংবাদিক বিশ্ব বাঙ্গালীর জনপ্রিয় উপস্থাপক লেখক মিডিয়া ব্যক্তিত্ব রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সুয়েবের ব্যাবস্থাপনায় পরিচালিত চ্যানেল ইউরোপ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সর্ব আলোচিত পেজ ছিলো।জনপ্রিয়তার শীর্ষে থাকা পেজটি এখন আই পি টিভি হিসেবে পরীক্ষামূলক সম্প্রচার চলছে।বর্তমান আওয়ামী লীগ সরকারের রোষানলে পরে তার প্রতিষ্ঠিত স্যাটেলাইট টিভি চ্যানেল আই ইউরোপ বন্ধ হয়েছিলো ২০১৮ সালের আগষ্ট অথবা সেপ্টেম্বর মাসে।চ্যানেল আই বন্ধ হওয়ার পর ভেবেছিলাম তার সাংবাদিকতা কিংবা মিডিয়া জীবনের সমাপ্তি এখানেই হলো।১৯ সালে তিনি হজ্জ পালন করলেন, আমি নিশ্চিত হলাম তিনি সাংবাদিকতা সহ সব কিছু  থেকেই বিদায় নিবেন। একদিন কথা প্রসঙ্গে দুঃখ করে বলেছিলেন বঙ্গবন্ধুর খুনী কর্নেল ফারুক রহমানের ছেলে যেদিন পূর্বলন্ডনের একটি রেষ্টুরেন্টে প্রেস কনফারেন্স করেছিল সেদিন ইংল্যান্ডে কোনো আওয়ামী লীগ নেতা সমর্থক ছিলেন না তার প্রতিবাদ করার মতন।সেদিন তার প্রতিবাদ করেছিলাম আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব।তখন চলছিল আওয়ামী লীগের দুর্দিন।আজ সুবাতাস বইছে তাই পালের হাল ধরেছেন এখন সকলে।

ইউরোপের বাংলা মিডিয়া জগতে তখন অনেক টিভি,পত্রিকা ছিলো।কারো ঘরে তখন দাঁড়াবার জায়গাটা ছিলো না আজকের এই আওয়ামী লীগের।তখন আমি সুয়েব চৌধুরী নিজের পকেটের টাকা ও সময় খরচ করে নেতাদে খুজে খুজে টেনে এনে চ্যানেল আই অফিসে অনুষ্ঠান করিয়ে পরিচিতি করিয়ে দিয়েছিলাম।আজ সকলের জায়গা হয়েছে আওয়ামী পালে।আর আমার তকমা মিলেছে জামায়াত,বি এন পি’র এজেন্টের।কেউ কেউ আবার বলেন রাজাকার।এই আওয়ামীলীগ সরকারই আমাকে এইসব তকমায় সীলমোহর দিয়েছ।আমার প্রতিষ্টিত টিভি চ্যানেল আই বন্ধ করে দিয়েছে এই আওয়ামী লীগ।চ্যানেল আই বন্ধ করে দেয়াতে আমার ক্ষতি হয়েছিলো তখন প্রায় ১.২ মিলিয়ন পাউন্ড।যা বাংলাদেশী টাকায় ১২ কোটি টাকার চেয়েও বেশি ছিলে।


ফয়সল চৌধুরী শোয়েবের কথা শোনে
তখন ভেবেছিলাম মিডিয়া জগতে তিনি আর পা রাখবেন না।তার কিছু দিন পর তিনি হজ্জ থেকে ফিরে এসে বললেন মিডিয়ায় ফিরবেন।তার পর তিনি ফিরলেন চ্যানেল ইউরোপ নামে একটি ফেসবুক পেইজ নিয়ে।সেই পুরনো স্টেট ডায়লগ অনুষ্ঠান শুরু করেন। বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা সহ বিভিন্ন দল ও মতের নেতা এবং সামাজিক অনৈতিকতার বিরুদ্ধে কথা বলেন তিনি।আজ বিশ্ব জুড়া চায়ের টেবিলের আড্ডায় আলোচ্য ব্যক্তি তিনি।

মাঝে মধ্যে দেখা হলে বলতেন সবাইকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে। একদিন তার কাছে জানতে চেয়েছিলাম বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে পার্থক্য কি?সহজ সরল ভাবে বলেছিলেন,একটা হচ্ছে খাম্বা চোর আরকটি হচ্ছে ডিজিটাল চোর।
মাস দুয়েক আগে তার ফেইসবুক নিয়ে কষ্টের কথা আমাকে বলেছিলেন। কথায় কথায় ফেইসবুক রেস্টিকশন দিয়ে রাখে,এই সব অসহ্য লাগে। বলেছিলাম স্যাটেলাইট টিভি নিয়ে আসেন,বললেন সোস্যাল মিডিয়ায় মানুষ আসক্ত।বলেছিলেন আই পি টিভির কথা ভাবছেন।তার এক কলিগ এক সময় চ্যানেল আই ইউরোপে কাজ করতেন,বলেছেন তিনি সবকিছুতে সহযোগিতা করবেন।এসব কথা সপ্তাহ আগের,৫ ফেব্রুয়ারী ডেকে নিয়ে বললেন এই নাও।দেখলাম চ্যানেল ইউরোপ আইপি টিভি হিসেবে আত্নপ্রকাশ করেছে।জিঙ্গেস করলাম বলা নেই হঠাৎ করেই আইপি টিভির পরীক্ষামূলক সম্প্রচার পাত্তাই পেলামনা কি করে কি হলো।বললেন পরিচিত একজন সব আয়জন সম্পন্ন করেছেন।রেজা আহমদ ফয়সল চৌধুরী ইউকে ইউরোপ সহ পৃথিবীর সব বাংলা ভাষাভাষি মানুষের সর্বাত্নক সহযোগিতা কামনা করে বলেন ফেসবুকের কাছে তিনি কৃতজ্ঞ। কারন ফেসবুক তাকে কথা বলার জায়গা করে দিয়েছিলো।ফেইসবুক না হলে বতর্মান আওয়ামী সরকারের দুর্নীতি দুঃশাসন নির্যাতনের চিত্র উঠে আসতনা। ফয়সল চৌধুরী শোয়েব বলেন আইপি টিভি খুব শিঘ্রই সকলখানে সকল মানুষের জনপ্রিয় হয়ে উঠবে।তার টিভি মা মাটিও তার মানুষের কথা বলব,কাজ করবে।
নীচের লিংক ক্লিক করলে চ্যানেল ইউরোপের পরীক্ষামূলক সম্প্রচার দেখা যাবে।
https://www.jagobd.com/channeleurope

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে