বাড়ি কমিউনিটি টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের ১২তম বর্ষ পূর্তি উদযাপন

টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের ১২তম বর্ষ পূর্তি উদযাপন

62
0

লন্ডনে টাওয়ার হ্যামলেটস কেয়ারা এসোসিয়েশনের ১২তম বর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সম্মাননা প্রদান অনুস্টানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৬ই ডিসেম্বর) ২০২২ পূর্ব লন্ডনের স্থানীয় রিজেন্ট ব্যাংকুয়েটিং হলে কেয়ার পেশায় নিয়জিত দীর্ঘ একযূগ যাবত বিশেষ ভূমিকা রাখার জন্য কেয়ার কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ ও জমকালো অনুষ্টানের আয়োজন করা হয়।

টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এবং চ্যানেল এস এর জনপ্রিয় উপস্থাপক ফারহান মাসুদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লন্ডনস্হ জকিগঞ্জ ওয়েল ফেয়ার ট্রাষ্টের সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বেথনাল গ্রিন বো আসনের লেবার পার্টির এমপি রোশনারা আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপলার লাইম হাউসের এমপি আপসানা বেগম, লন্ডন ব্যুরু অফ টাওয়ার হামলেট কাউন্সিল এর ডেপুটি মেয়র মায়ূম তালুকদার, টাওয়ার হামলেট লেবার গ্রুপ লিডার এবং কাউন্সিলর সিরাজুল ইসলাম, টাওয়ার হামলেট কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর সেফার কমিউনিটিজ কাউন্সিলর আ ম ওহিদ আহমেদ, চ্যানেল এস ফাউন্ডার এবং কমিউনিটি ব্যাক্তিত্ব মাহী ফেরদৌস জলীল।

প্রধান অতিথির বক্তব্যে রোসনারা আলী এম পি বলেন কেয়ারারগণ জীবন-মৃত্যুর হুমকিকে পরোয়া না করে অন্য মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে এজন্য এ সেবায় জড়িতদের সম্মানি যথেস্ট নহে তিনি কেন্দ্রীয় সরকারের ফান্ডিং স্হানীয় সরকারে বাড়ানোর আহবান জানান। এছাড়া তিনি তাঁর পক্ষ হতে কেয়ারারদের পাশে সব সময় থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে আফসানা বেগম এম পি বলেন- কেয়ারাররা নিজ চোখে আরেক মানুষের জীবন প্রদীপ নিভে যেতে দেখেও পিছপা হয়না, তাদের জীবনমান উন্নয়নে কেন্দ্রীয়-স্হানীয় সরকার যৌথভাবে কাজ করার আহবান জানান তাছাড়া তিনি কেয়ারারদের নূন্যতম বেতন প্রতি ঘন্টায় ১৫ পাউন্ডের দাবী জানান।

অনুস্টানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন টাওয়ার হামলেট কেয়ারার এসোসিয়েশ এর উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শাহান আহমেদ চৌধুরী, জাগলুল হোসাইন খাঁন, সাধারণ সম্পাদক লিটন আহমেদ, জাহেদ মিয়া, সফর উদ্দিন প্রমুখ৷ অনুস্টানে কেয়ারিং এজেন্সির পক্ষে বক্তব্য রাখেন- থ্রি সিসটারের,পিপলস কেয়ার এবং আপাসন–সার্ভিস ম্যানেজার মতিউর রহমান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন-কাউন্সিলর লীলু মিয়া, কাউন্সিলর-সাবিনা খাঁন, কাউন্সিলর-রেবেকা সুলতানা, কাউন্সিলর-মাহিম তালুকদার, কাউন্সিলর জেমস কিং, কাউন্সিলর শুভ হোসাইন, কাউন্সিলর মনসুর আলী, কাউন্সিলর মুহাম্মাদ চৌধুরী, টাওয়ার হামলেট কাউন্সিলের সাবেক স্পীকার মিজান চৌধুরী, আহবাব হোসাইন ও সাবিনা আক্তার, ব্যারিস্টার আতাউর রহমান, মোসলেহ উদ্দিন আহমেদ, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু।

কেয়ারিং সেবায় বিশেষ অবদানের জন্য সর্বমোট ২৮জন কেয়ার কর্মীকে পুরস্কৃত করা হয় যথাক্রমে-কেয়ারার ওমর ফারুক,
তোফায়েল আহমেদ, জাহেদ মিয়া, আনা মিয়া, মাসুম আহমেদ ভূইয়া, আসাদুজ্জামান, মনসুর খাঁন, আব্দুল আহাদ, শাহ বদরুজ্জামান, দেলোয়ার হোসাইন,নুরুন্নেছা ,আকিল চৌধুরী, ফওজিয়া আফরোজ, সাবিনা চৌধুরী, আলিমা বেগম, শামসুন্নাহার আহমেদ, দিলরুবা খাঁন, আছিয়া হোসাইন, ফৌজিয়া রহমান, আহাদ মিয়া মিস নুরজাহান, হামিদা বেগম এবং আবদুল কাদির।

অনুষ্ঠানে আগত সকল বক্তারা কেয়ারিং পেশাকে জব না মনে করে এটিকে একটি মহৎ মানব সেবার সাথে তুলনা করেন যে কর্মটি মানুষের জীবন মৃত্যুর সাথে সম্পর্কিত। এটি একটি মানব সেবার শিল্পকর্ম এটি সচেতনতার সাথে সম্পাদন করতে হয়। তাই কেয়ার কর্মীদের যার যার অবস্হান থেকে সহযোগিতা করতে আহবান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে