বাড়ি কমিউনিটি ১১ডিসেম্বরব্রাডি সেন্টারে আব্দুল গাফ্ফার চৌধুরী রচিত নতুন দুটি গানের প্রকাশনা

১১ডিসেম্বর
ব্রাডি সেন্টারে আব্দুল গাফ্ফার চৌধুরী রচিত নতুন দুটি গানের প্রকাশনা

68
0

প্রয়াত সাংবাদিক-কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরী রচিত দুটি নতুন গানের প্রকাশনা ১১ডিসেম্বর রোববার বিকেল ৫টায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে । গান দুটি হলো: ‘সালাম তোমায় হে বীর যোদ্ধা, হে শহীদ সোলেমান’ এবং ‘ মা তুই আমারে একলা ফেলে কোথায় চলে গেলি’।


এ উপলক্ষে শেখ মুজিব রিসার্চ সেন্টার ও শহীদ সোলেমান স্মৃতি সংসদ ইউকের যৌথ উদ্যোগে ৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।এতে বক্তব্য রাখেন শহীদ সোলেমান স্মৃতি সংসদ ইউকের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আজিজ, শেখ মুজিব রিসার্চ সেন্টার ইউকের সাধারণ সম্পাদক উর্মী মাযহার ও তৃপ্তি চক্রবর্তী। এতে গান দুটির প্রকাশনা অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়।


গান সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাংবাদিক উর্মি মাযহার । গান সংগ্রহ ও তাতে শামসুল হুদা ও বাদল প্রামাণিকের সুরারূপ করার উল্লেখযোগ্য ঘটনার বর্ণনা দেন মোহাম্মদ আজিজ ও তৃপ্তি চক্রবর্তী । সব শেষে দু’টি গানের প্রথম অংশ গেয়ে শুনান তৃপ্তি চক্রবর্তী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে