বাড়ি কমিউনিটি টাওয়ার হ্যামলেটসে নেকেড বাইক রাইড বাতিল…. কাউন্সিল ও জনগণ খুশি, প্রতিবাদ র‍্যালি...

টাওয়ার হ্যামলেটসে নেকেড বাইক রাইড বাতিল…. কাউন্সিল ও জনগণ খুশি, প্রতিবাদ র‍্যালি বাতিল

122
0

নেকেড বাইক রাইড বা নেংটা সাইকেল রাইডকে কেন্দ্র করে টাওয়ার হ্যামলেটসের সাধারন মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে। বহু মানুষের বিরোধীতার পরও ৬ বছর জুড়ে এটি অনুষ্ঠিত হচ্ছে। এই শনিবারও ছিল এর আয়োজন। সুন্দর পার্ক-পরিবেশ ও শিশুদের মননকে আঘাত করে-এমন আয়োজনের বিরুদ্ধে দিনে দিনে বিরোধীতা বাড়ছে। এছাড়া পার্কে এমন আয়োজন পার্কে উপস্থিত পরিবার গুলোকে অসুন্তুষ্ট করে I তবে কাউন্সিলের আলোচনা ও লিগ্যাল চ্যালেঞ্জের কারণে তারা ১০জুন ও ১৭ জুনে টাওয়ার হ্যামলেটসের ভিক্টরিয়া পার্ক- এর রাইড বাতিল করেছে I

ডিপুটি মেয়র কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার বলেন, আইনি চ্যালেঞ্জের পাশাপাশি সাধারন মানুষ টাওয়ার হ্যামলেটসে নেকেড রাইক রাইডের বিরুদ্ধে যে প্রতিবাদ র‌র‍্যালি আয়োজ করেছে তার কারনেও চাপ তৈরী হয় I প্রতিবাদ র‌্যালীর অন্যতম আয়োজক টাওয়ার হ্যামলেটস কমিউনিটি একশন এন্ড রেসিডেন্স এলায়েন্স-এর একটিভিস্টরা এখন এই প্রতিবাদ র‌্যালী বাতিলর করেছেন I তারা সন্তোষ্ট কাউন্সিল ও মেয়র এর জন্য চেষ্টা করেছে I

এ নিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বিপুল সংখ্যক প্রতিবাদ বা অভিযোগ পেয়েছে। কাউন্সিল নেকেড বাইক রাইড আয়োজকের সাথে এ নিয়ে সমঝোতারও প্রয়াস চালায়। অন্তত টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন বর্ণের মানুষের চেতনার প্রতি সম্মান রেখে তারা যেনো অন্য রুটে চলাচল করবে। কিন্তু তারা প্রথমে কোনো সমঝোতায় রাজী হয়নি। এই প্রেক্ষিতে কাউন্সিল আইনি পথের মাধ্যমে ইনজাংশনের চেষ্টা করে । বারার বাসীন্দাদের সম্মানে এই চেষ্টা খুবই গুরুত্বপূর্ন। কাউন্সিল সন্তোষ্ট-অন্তত ভিক্টোরিয়া পার্কে কোনো নেকেড রাইড হবে নাI

End:

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে