বাড়ি কমিউনিটি এমএএইচ লন্ডন টিভি ও মৃধা শোর ৩য় বর্ষপূর্তী উৎযাপন

এমএএইচ লন্ডন টিভি ও মৃধা শোর ৩য় বর্ষপূর্তী উৎযাপন

72
0

কেক কেঁটে অনারম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এমএএইচ লন্ডন টিভি ও মৃধা শোর ৩য় বর্ষপূর্তী উৎযাপন। মঙ্গলবার ২০শে জুন ২০২৩ ইস্ট ল্ন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী হলে এমএএইচ লন্ডন টিভি ও মৃধা শোর ৩য় বর্ষপূর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাওলালা আব্দুল কুদ্দুস এর পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শরু হয় সরারসি অন লাইনেও সম্পরচার করা হয়। অনুষ্ঠানের দুই উপস্থাপক সাংবাদিক আলাউর রহমান খান শাহীন ও সাংবাদিক রুপি আমিনের প্রাণবন্ত উপস্থাপনায় শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন এমএএইচ টিভির সিইও আইনজীবি মোঃ আব্দুল হামিদ টিপু, মৃধা শোর তিন বছরের কার্যক্রম ও সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রেজাউল করিম মৃধা।
অনুষ্ঠানের শুরুতেই এমএএইচ লন্ডন টিভি ও মৃধা শোর উপর ছোট্ট দুইটি ভিডিও ক্লিপ প্রদর্শন দর্শকদের আকৃষ্ট করে তুলে।
কানায় কানায় পরিপূর্ন হলে সন্ধ্যা ৭.৩০ থেকে ৯.০০ টা পর্যন্ত মনমুগ্ধকর অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী আলাউর রহমান ও কাজী কল্পনা, কবিতা আবৃত্তি করেন ব্যারিস্টার আতাউর রহমান,কৌতুক পরিবেশন করেন ব্যারিস্টার নাজির আহমেদ ও উপস্থিত বুদ্ধির খেলা যা অনুষ্ঠানটিকে আরো প্রানবন্ত করে তোলে। সকল আমন্ত্রিত অতিথিদের নিয়ে ৯.০০টার সময় কেক কাঁটার মুহূর্তটি ছিলো সকলের কাছে বিশেষ আকর্ষণীয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পীকার জাহেদ চৌধুরী, ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া তালুকদার, লিড মেম্বার ইকবাল হোসন, নিউহ্যাম কাউন্সিল চেয়ার রহিমা রহমান, এনফিল্ডের ডেপুটি মেয়র আমিনুর রহমান, বিবিসিসিআই এর প্রেসিডেন্ট সাইদুররহমান রেনু জেপি, চ্যানেল এস এর ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারার এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি তোফাজ্জল মিয়া, গ্লোাবাল জালালাবাদ এসোসিয়েশনের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মহিব, টাওয়ার হ্যামলেটস লেবার লিডার কাউন্সিলার সিরাজুল ইসলাম, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর প্রিন্সিপাল আশিদ আলি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সাংবাদিক নাহাস পাশা, ওয়ার্কপার্মিট ক্লাউড এর ম্যানেজিং ডিরেক্টর ব্যারিস্টার লুৎফর রহমান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রহমত আলী, বিবিসিসিআই এর সহ সভাপতি আজাদ হোসেন, সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাংবাদিক কয়েস আহমদ রুহেল, সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি, কমিউনিটি লিডার মতিউর রহমান, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মেফতা ইসলাম, সাবেক স্পীকার আহবাব হোসেন, মেয়রের এ্যাডভাইজার সাংবাদিক মোহাম্মদ জুবায়ের, লিড মেম্বার ইকবাল হোসেন, আমিনুর রহমান শিকদার লিটন, মাহফিজুর রহমান সেলিম, ব্যারিস্টার শাহ মেজবাউর রহমান, সলিসিটর আফিন্দী লিটনসহ কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের সরব উপস্থিত অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সফল করে তোলে।
মৃধা শোর উপস্থাপক মোঃ রেজাউল করিম মৃধার হাতে ক্রেস্ট তুলে দেন লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশিদ আলী। এছাড়াও ফুল দিয়ে শুভেচ্ছা জানান টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র মতিনুজ্জামান, রিপন মাহমুদ, সেলিনা আক্তার প্রমুখ।
সেন্ট মার্টিন সলিসিটর্স এর তত্ত্বাবধানে অনুষ্ঠানটিতে সহযোগিতা করেন আব্দুর রহিম রঞ্জু, আনোয়ারুল ইসলাম অভি, মো: শাহ আলম, মোহামেদ ইয়াসীন, সাইদুল ইসলাম, আব্দুল হাকিম, রিপন মাহমুদ, পাপ্পু দাস, তানভির তারেক, বাদশাহ মিয়া প্রমুখ। শেষে রাতের খাবার পরিবেশন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
অনুষ্ঠানে আগত অতিথিরা মৃধা শো এবং এমএএইচ লন্ডন টিভির সাফল্য কামনা করেন এবং এর পথচলায় সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে