বাড়ি কমিউনিটি গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র ক্রয়কৃত ভবণ পরিদর্শনে দিলওয়ার-হাফিজ-একলিম পরিষদের নেতৃবৃন্দ।

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র ক্রয়কৃত ভবণ পরিদর্শনে দিলওয়ার-হাফিজ-একলিম পরিষদের নেতৃবৃন্দ।

259
0

স্বপ্ন দেখা, পরিকল্পনা তৈরি করা, শ্রম আর মেধার সমন্বয়ে ছোট পরিসরে কাজ শুরু করলে একদিন সফলতা আসবেই। বলছি গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র কথা। ২০১২ সালে পূর্ব লন্ডনের ব্রিকলেনে সায়াদ আহমেদ সাদের মালিকানাধীন কারি ক্যাপিটাল রেস্টুরেন্টে বসে যে ক’জন সমাজকর্মী যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি ও নিজ উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখেছিলেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে নামে সংগঠন প্রতিষ্ঠার।
আজ সেই স্বপ্নদ্রস্টারা সফল হয়েছেন, ব্রিটেনের মাটিতে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র নামে নিজ ভবণ ক্রয়ের মাধ্যমে। নিজেদের স্বপ্নের বাস্তবায়ন নিজ ঘরে গোলাপগঞ্জ হেল্পি হ্যান্ডস ইউকে’র অন্যতম সংবিধান প্রণেতা, সাবেক উপদেষ্টা, ও নির্বাচন কমিশনার , অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, দিলওয়ার-হাফিজ-একলিম পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ হাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি সায়াদ আহমেদ সাদ, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সফল সাধারণ সম্পাদক আব্দুল হালিম মাহমুদ নাহিন, যার অক্লান্ত পরিশ্রমে সংগঠনটির সদস্য সংগ্রহে বিপ্লব ঘটেছে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাকালীন মেম্বারশিপ সেক্রেটারি আব্দুল কাদির, প্রতিষ্ঠাকালীন ট্রেজারার ও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, বর্তমান সিনিয়র সহ সভাপতি সেলিম আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজ উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য মাসুদ আহমেদ জুয়েল, সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম, সাবেক সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সংগঠনের সদস্য এনামুল হক নেপা , নিজাম উদ্দিন,আমিনুল হক জিলু, আব্দুর রউফ শফি, মাসুদ আহমেদ জোয়ারদার, আসাদ উদ্দিন, নোমান চৌধুরী, আবুল কালাম, রেজুয়ান আহমেদ চৌধুরী ছোটন, দিলওয়ার-হাফিজ-একলিম পরিষদের কোষাধ্যক্ষ পদপ্রার্থী হুমায়ুন কবির চৌধুরী একলিম ,সহ সভাপতি পদপ্রার্থী আলতা মিয়া, আব্দুল কাইয়ূম বেলাল, ইসি সদস্য পদপ্রার্থী কাওসার আহমেদ জগলু প্রমুখ।
সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, অন্যতম সংবিধান প্রণেতা ,সাবেক নির্বাচন কমিশনার ও আসন্ন নির্বাচনে দিলওয়ার-হাফিজ-একলিম পরিষদে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ হাফিজুর রহমান সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ অর্জন সকল গোলাপগঞ্জবাসীর। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকলে গোলাপগঞ্জের গৌরব আমরা সমুন্নত রাখবো। তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

প্রতিষ্টাতা সভাপতি সায়াদ আহমেদ সাদ বর্তমান কমিটির সভাপতি আবুল কালাম সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন ,যে উদ্দেশ্য নিয়ে আমরা এ সংগঠন তৈরি করেছিলাম আজ ব্রিটেনের বুকে একটি ঘর সংগঠনের নামে ক্রয় করা হয়েছে , এই ঘরের আয় গোলাপগঞ্জের অসহায় মানুষের কল্যাণে ব্যয় হবে। মানুষ উপকৃত হবে।

সাবেক সাধারণ সম্পাদক ও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য নাহিন মাহমুদ বলেন- আমি মনেকরি এ পর্যন্ত সংগঠনে যতজন সদস্যপদ গ্রহণ করেছেন তাঁদের অনুদান এ ঘরের প্রতিটি বালু,ইট ও সিমেন্টে বিদ্যমান। এই ঘরটি ক্রয়ের কৃতিত্ব সকল সদস্যদের প্রাপ্য।

প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাকালীন ট্রেজারার ও বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি সেলিম আহমেদ বলেন , হাঁটি হাঁটি পা পা করে আজ ব্রিটেনের বুকে সংগঠনটি নিজের সম্পত্তির অধিকার হয়েছে। এটাই আমাদের স্বার্থকতা।

অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাকালীন মেম্বারশিপ সেক্রেটারি আব্দুল কাদির বলেন, এই সংগঠনটি প্রতিষ্ঠা করতে অনেক কথা শুনতে হয়েছে, কিন্ত আমি মনেকরি ভবনটি ক্রয়ের মাধ্যমে আপনাদের সংগঠনটি এখন পরিপূর্ণতা পেয়েছে।

প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজ উদ্দিন বলেন – আমি নিজেকে গর্বিত মনে করছি এবং গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে প্রতিষ্ঠা করাটা স্বার্থক হয়েছে।
প্রতিষ্ঠাতা সদস্য মাসুদ আহমেদ জুয়েল বলেন, বর্তমান অর্জনকে আগামী নেতৃত্ব যেনো সঠিকভাবে মূল্যায়ন করেন। এতেই আমরা সফলতা পাবো।
সংগঠনের সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম সংগঠনটি প্রতিষ্ঠাকালীন থেকে আজ পর্যন্ত যারা সদস্যপদ নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আজ আমাদের স্বপ্নের বাস্তবায়ন হয়েছে।
সাবেক সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলেন আমাদের পরিশ্রম আজ সফলতা পেয়েছে। আমাদের নতুন প্রজন্মকে সংগঠনে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এর সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

সংগঠনের সদস্য এনামুল হক খান নেপা ও নিজাম উদ্দিন বলেন, আমরা বার্মিংহামবাসী গর্বিত এবং কৃতজ্ঞ এই জন্য যে, আমাদের শহরে ঘরটি কিনা হয়েছে। এখন বার্মিংহামবাসী এ সংগঠনের অংশীদার।
আসন্ন নির্বাচনে দিলওয়ার-হাফিজ-একলিম পরিষদের সভাপতি পদপ্রার্থী , বিশিষ্ট সমাজসেবক মোঃ দিলওয়ার হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের সাথে নির্বাচন সংক্রান্ত সভা থাকার কারণে এই ঐতিহাসিক মুহুর্তে উপস্থিত থাকতে পারিনি। তিনি বলেন এই ভবনটি আমাদের আবেগের। আমরা গর্বিত এ অর্জনের জন্য। তিনি বর্তমান কমিটির সভাপতি আবুল কালাম সহ সংশ্লিষ্ট সকলকে এবং সংগঠনের ট্রাস্টিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। সংগঠনের এই ভবনটির সঠিক রক্ষণাবেক্ষণের জন্য আসন্ন নির্বাচনে দিলওয়ার-হাফিজ-একলিম পরিষদের সকল সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সম্মানিত ট্রাস্টিবৃন্দের প্রতি অনুরোধ জানান।
কোষাধ্যক্ষ পদপ্রার্থী উদিয়মান সংগঠক হুমায়ুন কবির চৌধুরী একলিম সংগঠনের ট্রাস্টিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমরা সম্মানিত ভাবে সংগঠনটিকে আরো এগিয়ে যাবো। আর্তমানবতার সংগঠন হিসাবে বিশ্বের দরবারে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসকে পরিচিত করবো।
উল্লেখ্য আগামী ৮ অক্টোবর রোজ রবিবার পূর্ব লন্ডনের রিজেন্ট লেক হলে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে সাধারণ ট্রাস্টিবৃন্দের মনোনীত ও গোলাপগঞ্জের মুরব্বিয়ানগণের সমর্থিত দিলওয়ার-হাফিজ-একলিম পরিষদের নেতৃবৃন্দ গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র ক্রয়কৃত ঘরটি ১৭ই সেপ্টেম্বর ২০২৩, রোজ রবিবার বার্মিংহামে পরিদর্শনে যান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে