বাড়ি কমিউনিটি শরিফগঞ্জ উন্নয়ন সংস্থা’র পক্ষ থেকে গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস’র নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান

শরিফগঞ্জ উন্নয়ন সংস্থা’র পক্ষ থেকে গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস’র নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান

67
0


গত ১৩ নভেম্বর সোমবার শরিফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের পক্ষ থেকে গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়।

পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীফগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি মুহিবুল হক। সংস্থার সাধারন সম্পাদক এম এম নাছির উদ্দিনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ওয়াহিদুর রহমান।

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র এবং গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলর আ ম অহিদ আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো তাজুল ইসলাম, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক আব্দুল বাছির, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানু, গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকে প্রধান উপদেষ্টা, সাংবাদিক আব্দুল মুনিম জাহিদী ক্যারল, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, সোশ্যাল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, জয়েন্ট সেক্রেটারি রায়হান উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি হাবিবুর রহমান, স্পোর্টস সেক্রেটারি কবির আহমদ, ইসি মেম্বার মোহাম্মদ আব্দুল মতিন প্রমুখ।

সভায় শরিফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা মুজিবুর রহমান, আক্তার হোসেন বাবুল এবং ফয়েজ আহমদ। সহ সভাপতি বজলুর রহমান, কোষাধ্যক্ষ কামরুজ্জামান সাজু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুহেল আহমদ, দফতর সম্পাদক মোঃ ওয়াহিদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক কামাল আহমদ, নির্বাহী সদস্য আতিকুর রহমান, আব্দুল্লা আল মামুন, মোঃখায়রুল ইসলাম প্রমুখ।

সভায় সংবর্ধিত অতিথি গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের নব-নির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ইমদাদ হোসেন টিপু, সাধারন সম্পাদক মাসুক আহমদ কোষাধ্যক্ষ মিকাইল আহমদ চৌধুরী, সাব্বির আহমদ সাহেদ, ভাইস প্রেসিডেন্ট আফসারুল ইসলাম আফসর, দেলোয়ার হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি জহিরুল ইসলাম সামুন, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি আলী হোসেন, ইসি মেম্বার আমির হোসেন, সুহেল আহমদ।

সভায় শরীফগঞ্জ ইউনিয়নের সদ্য মরহুম সাবেক জনপ্রিয় চেয়ারম্যন আব্দুল মুছাব্বির এবং সাবেক চেয়ারম্যন মাষ্টার রেহান উদ্দিন ও মেহেরপুর আলিয়া মাদরাসার সাবেক চেয়ারম্যন মাও: আব্দুর রকিব পাকি সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মোনাজাত পরিচালনা করেন শরিফগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি মুহিবুল হক।

সভায় গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের নব-নির্বাচিত কমিটিকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ এবং আহবান করা হয়।

সভা শেষে শরিফগঞ্জ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সবাইকে নৈশভোজ করানো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে