বাড়ি বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল -চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল -চীনা রাষ্ট্রদূত

15
0

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মগবাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। সাক্ষাতের সময় চীনা রাষ্ট্রদূত চার সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, যার মধ্যে ডেপুটি অ্যাম্বেসডরও ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাতের পর এক প্রেস ব্রিফিংয়ে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের বৈঠকটি খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দীর্ঘসময় আলোচনা করেছি। শিক্ষা, সংস্কৃতি, উন্নয়নসহ সকল ক্ষেত্রে একসাথে কাজ করার ব্যাপারেও আলোচনা হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে দুই দেশের সরকার, জনগণ, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাব।’

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামায়াতে ইসলামীর আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ একটি সুন্দর দেশ এবং জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। চীনের জনগণ বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এবং আমরা ভবিষ্যতে বাংলাদেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করতে আগ্রহী।’

আলোচনায় রোহিঙ্গা পুনর্বাসন ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে চীনকে আরো সক্রিয় হওয়ার অনুরোধ জানানো হয়। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান উল্লেখ করেন যে, “আমাদের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে পিপলস রিপাবলিক অব চায়না। আমরা চীনের কাছ থেকে বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আশা করি এবং রোহিঙ্গা পুনর্বাসনের ক্ষেত্রে তাদের আরও সক্রিয় ভূমিকা কামনা করি।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে