বাড়ি বাংলাদেশ ভারতে হবেনা ইলিশ রফতানি

ভারতে হবেনা ইলিশ রফতানি

15
0

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, এবারের দুর্গাপূজায় ভারতে কোনো ইলিশ মাছ রফতানি করা হবে না। তিনি বলেন, “দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এবারের দুর্গাপূজায় ভারতে ইলিশ রফতানি করা হবে না।”

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দফতরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের (এফএলজেএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

উপদেষ্টা ফরিদা আখতার জানান, “এ দেশে লাখ লাখ খামারি গবাদিপশু পালন করছেন। প্রতি বছর কোরবানির ঈদে ২০-২৫ লাখ পশু অবিক্রিত থাকে। এই অবস্থায় বিদেশি গোশত আমদানি করলে আমাদের বাজারের ওপর নেতিবাচক প্রভাব পড়বে এবং খামারিরা ক্ষতিগ্রস্ত হবে। আমরা বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এবং খামারিদের স্বার্থ রক্ষা করতে এই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা কোনো গোশত আমদানি করতে চাই না। ব্রাজিলসহ অন্যান্য দেশ থেকে নতুন করে হিমায়িত গরুর গোশত আমদানির জন্য চাপ দেওয়া হচ্ছে, কিন্তু আমরা এ ব্যাপারে আপত্তি জানিয়েছি। এসব গোশতের পুষ্টিগুণ নিয়ে প্রশ্ন আছে এবং সঠিকভাবে প্রক্রিয়াজাত না করার কারণে এসব খাবারে নানা রোগ-ব্যাধির ঝুঁকি থাকতে পারে।”

এছাড়া, পশুখাদ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে ফরিদা আখতার বলেন, “খামারিদের খরচ কমাতে আমরা পশুখাদ্যের দাম কমানোর জন্য পদক্ষেপ নেব। বিদ্যুৎ বিলে কৃষি খাতের মতো ভর্তুকি দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।”

তিনি ভেটেরিনারি হাসপাতালে পশুদের সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ এবং প্রাণিসম্পদ খাতে অনিয়ম-দুর্নীতির বিষয়ে বলেন, “দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং কেউ দুর্নীতির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

উপদেষ্টা ফরিদা আখতার শেষ করেন, “মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সমস্যাগুলি গণমাধ্যমে তুলে ধরার জন্য আমি সাংবাদিকদের আহ্বান জানাচ্ছি। এতে সমস্যাগুলো সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে এবং খাতটি উন্নতির দিকে এগিয়ে যাবে।”

মতবিনিময়ে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) সভাপতি এম এ জলিল মুন্না রায়হান, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বায়েজীদ মুন্সী, দফতর সম্পাদক বেলাল হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে