বাড়ি বাংলাদেশ দখলদারের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না ছাত্রজনতা: ভিপি নুর

দখলদারের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না ছাত্রজনতা: ভিপি নুর

22
0

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। এখন আগামীর নতুন বাংলাদেশ গঠনের জন্য তরুণরা সংগঠিত হচ্ছে। কিন্তু এরই মধ্যে একটি দল আবার গার্মেন্টস দখল, পত্রিকা অফিস দখল, চর দখল এবং ঘের দখল করছে। তরুণ প্রজন্ম আর কোনো দখলদার ও চাঁদাবাজদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না।

তরুণদেরকে এই দখলদারদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে, তিনি যৌথবাহিনীর প্রতি আহ্বান জানান যেন এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হয়।

শুক্রবার বিকাল ৪টায় পটুয়াখালী শহীদ মিনার চত্বরে জেলা গণঅধিকার পরিষদের আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুর এসব কথা বলেন।

পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান এবং বরগুনা জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, “আমরা যেভাবে আওয়ামী লীগকে হটিয়েছি, তেমনিভাবে আর কোনো দখলদার ও চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দেব না।”

বিএনপির সঙ্গে ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, “যদি আনুপাতিক হারে জাতীয় নির্বাচনে আসন বিন্যাস করা হয় এবং বিএনপি যদি জাতীয় সরকার গঠনে সম্মত হয়, তাহলে তাদের সঙ্গে ঐক্য হতে পারে। অন্যথায়, সমমনা দলগুলোকে নিয়ে জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। আর কোনো চাঁদাবাজ বা দখলদারের জায়গা বাংলাদেশে হবে না।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে