বাড়ি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমাবেশ: ‘রাজনীতি করতে এলে শেখ হাসিনার মতোই পালাতে হবে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমাবেশ: ‘রাজনীতি করতে এলে শেখ হাসিনার মতোই পালাতে হবে’

24
0

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দলীয় ছাত্র-শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করা ও অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কেউ ক্যাম্পাসে রাজনীতি করতে আসে, তাকে শেখ হাসিনার মতোই দেশ ছেড়ে পালাতে হবে।

আজ শুক্রবার দুপুরে এসব শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন।

সমাবেশে বিজয় একাত্তর হলের ছাত্র নাফিউর রহমান বলেন, ‘যদি কেউ ক্যাম্পাসে দলীয় রাজনীতি করতে আসে বা হলগুলো দখল করতে চায়, তাদেরও শেখ হাসিনার মতোই পালাতে হবে। শিক্ষার্থীরা ক্যাম্পাস দখলের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে। আর দলীয় দাসত্ব আর মেনে নেওয়া হবে না।’

নিরাপদ ক্যাম্পাসের জন্য একটি রূপরেখা দিয়ে নাফিউর বলেন, ‘ক্যাম্পাসে দলীয় ছাত্র-শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কোনো দলের পক্ষে বা বিপক্ষে ক্যাম্পাসে কোনো মিছিল-মিটিং, সভা-সমাবেশ করা যাবে না। তবে শিক্ষার্থীরা নিজেদের অধিকার বা আন্তর্জাতিক মানবাধিকারের ইস্যুতে ঐক্যবদ্ধ সমাবেশ করতে পারবে। এ ছাড়া, অবিলম্বে ডাকসু নির্বাচন দিতে হবে।’

শামসুন্নাহার হলের শিক্ষার্থী সানজিদা চৌধুরী বলেন, ‘আমরা আর ক্যাম্পাসে কোনো দাসত্ব মানব না। মুক্ত চিন্তা এবং গবেষণার সুযোগ না দিলে আমরা রাজপথেই থাকব। দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নের চেষ্টা যারা করছে, তাদের সতর্ক করছি—দলীয় রাজনীতির লাফালাফি বন্ধ করুন। আমরা প্রয়োজনে মরে যাব, কিন্তু ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাস্তবায়ন করতে দেব না।’

২৯ আগস্ট শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন বলেও জানান তিনি।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী হৃদয় আহমেদ বলেন, ‘স্বৈরাচার পতনের আগে আমাদের ৯ দফা দাবির একটি ছিল সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা। কিন্তু এখন দলীয় লেজুড়বৃত্তি ও দখলদারির রাজনীতি চলছে, যা আর সহ্য করা হবে না।’

সমাবেশে জানানো হয়, শিক্ষার্থীদের ধারাবাহিক কর্মসূচির পরবর্তী ধাপ আগামীকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে