বাড়ি কমিউনিটি বিগত সরকারের গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের দ্রুত বিচার দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা

বিগত সরকারের গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের দ্রুত বিচার দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা

37
0

আমিনুল ইসলাম মুকুল, লন্ডনঃ পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের দ্রুত বিচার দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংগঠন ‘স্ট্যান্ড ফর বাংলাদেশ’ এর আয়োজনে গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ পূর্ব লন্ডনের একটি হল রুমে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট সাইফুর রহমান পারভেজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর নির্বাহী সম্পাদক নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক এম এম ইয়াজদিন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্ট্যান্ড ফর বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম, মিডিয়া সম্পাদক সিরাজুম মুনির, সহ প্রচার সম্পাদক শিব্বির আহমদ, মানবাধিকার কর্মী আব্দুল মুহিত, আদুল লাতিফ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানো পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামীলীগের সকল মন্ত্রী, এমপি ও প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। গুম, খুন ও নির্যাতনের সাথে জড়িত আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসররা কাদের সহযোগিতায় দেশ থেকে পালিয়ে যাচ্ছে, তা খুঁজে বের করতে হবে। বক্তারা আরও বলেন, মানুষকে আয়নাঘরে ঘরে বন্দী রেখে, মত প্রকাশের স্বাধীনতা হরণ করে, ভোটাধিকার কেড়ে নিয়ে চরম মানবাধিকার লঙ্ঘন করেছিল বিগত সরকার। তাদের ষড়যন্ত্র এখনও বন্ধ হয় নাই। তারা বিভিন্ন স্থানে বিএনপি, জামায়াত ও সেনাবাহিনীর ওপর হামলা করছে। যতদিন দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্‌।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে