বাড়ি বাংলাদেশ সাভারে নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের  দাবি জানিয়েছে ...

সাভারে নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের  দাবি জানিয়েছে  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা

13
0

সাভারের বিরুলিয়ায় এক নারী পোশাক শ্রমিকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এতে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

শাখার প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল সাকির স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

১৩ নভেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হারুনুর রশিদ রাফি ও সেক্রেটারি মুহিবুর রহমান মুহিব এক যৌথ বিবৃতিতে বলেন, “গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে সাভারের বিরুলিয়ায় এক নারী পোশাক শ্রমিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এমন নৃশংস হত্যাকাণ্ড কখনোই কাম্য নয়। এ ঘটনার মাধ্যমে শ্রমিক জনতার জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ড দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্বাভাবিকতাও জানান দিচ্ছে। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে যথাযথ বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপনের দাবি করছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, “পোশাক শিল্প আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। পোশাক শ্রমিকদের ন্যূনতম ন্যায্য মজুরি, চাকরির নিশ্চয়তা, উপযুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পোশাক শ্রমিকসহ রাষ্ট্রের সকল মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে