কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. তৌহিদুল ইসলামকে যৌথবাহিনী কর্তৃক গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে অমানবিক নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটি বলছে, এ ধরনের ঘটনা সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন। শনিবার (০১ ফেব্রুয়ারি) এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যমের তথ্যমতে – গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. তৌহিদুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করে যৌথ বাহিনী (কোনো কোনো বর্ণনামতে নিরাপত্তা বাহিনী)। এসময় তারা তার বাডিতে তল্লাশি চালায় এবং ব্যক্তিগত মোবাইল ফোনসমূহ নিয়ে যায়। এরপর তৌহিদুলের ওপর অমানবিক নির্যাতনের কারণে গত শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে মৃত্যু হয় বলে জানায় তার পরিবার। এছাড়া তার পেট, বুক, পিঠ, পা, গলাসহ শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের ক্ষতচিহ্ন থাকার কথা জানান চিকিৎসক ও স্বজনেরা। আরও জানা যায়, নিহত যুবদল নেতা পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। গত রবিবার তার বাবা মোখলেছুর রহমানের মৃত্যুর খবরে তিনি বাড়িতে আসেন। গত শুক্রবার তার বাবার কুলখানি হওয়ার কথা ছিল। তৌহিদুলের মা প্রায় ২০ বছর আগে মারা গেছেন। সংসারে তার স্ত্রী ও চার কন্যাসন্তান রয়েছে।
এইচআরএসএসের বিবৃতিতে আরও বলা হয়, যুবদল নেতা তৌহিদুল ইসলামের মতো কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই বাড়িতে গিয়ে তল্লাশি করে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করে কোনো নাগরিককে মৃত্যুর মুখে পতিত করার অনুরূপ ঘটনা শুধু অমানবিকতারই উদাহরণ নয় বরং বাংলাদেশের সংবিধান, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র (৩, ৫ এবং ১১ নং ধারা) এবং মৌলিক মানবাধিকারের স্পষ্টত লঙ্ঘন। বাংলাদেশের সংবিধানের ৩৫(৫) অনুচ্ছেদে নির্যাতন এবং নিষ্ঠুর, অমানবিক, লাঞ্ছনাকর ব্যবহার ও দণ্ড মৌলিকভাবে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এর আগে, পতিত সরকার শেখ হাসিনার রিজিমেও এমন ঘটনা অহরহ পরিলক্ষিত হয়েছে। ছাত্র-জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এমন ঘটনা যেমন দুঃখজনক, ঠিক তেমনই লজ্জাজনকও বটে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধের দাবি জানিয়ে এইচআরএসএসের নির্বাহী পরিচালক বলেন, যুবদল নেতা তৌহিদুল ইসলামের সঙ্গে ঘটে যাওয়া অমানবিক এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। পাশাপাশি এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
– সংবাদ বিজ্ঞপ্তি