রাকিব ভূইয়া, নবম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্র, রোবট তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন। রাস্প বেরী ৫ কম্পিউট মডেল ব্যাবহার করে এই অসাধ্য সাধন করেছে সে। রাকিবের বাবা একজন ভ্যান চালক। রাকিব জানান এই রোবট তৈরি করতে তার খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। বাবার কাছ থেকে নয় রোবট তৈরীর অর্থ তিনি যোগাড় করেছেন ভ্যনা চালিয়ে, মুরগী বিক্রি করে। রাকিবের এই রোবট আজান দিতে পারে।

রাকিবের রোবটে আছে ভয়েস রিকগনিশন মডেল, ক্যামেরা এবং দুরত্ব  পরিমাপকের জন্য সেন্সর। ক্যামেরা ব্যাবহার করে রোবোট টি মানুষও শনাক্ত করতে সক্ষম। রাকিব জানান রোবোটের বিষয়ে আগ্রহ তার ছোট বেলা থেকেই। তিনি এর আগো নানা যন্ত্রপাতি তৈরি করেছেন।  নিজের ব্যাক্তিগত আগ্রহ এবং দেশের জন্য কিছু করার মানসিকতা থেকেই এই রোবোট তৈরি করা বললেন রাকিব।  রোবোট টি তৈরী করতে তার ৬ মাস সময় লেগেছে।  তিনি জানান, তৈরি করতে এত সময় লাগবেনা, কারণ টাকার যোগাড়ের জন্যই তার এত সময় লেগেছে।  রাকিব জানান তার রোবট আযান দেয়া ছাড়াও ১০০০ বিভিন্ন প্রশ্নের জবাব দিতে পারে। তবে এই ভান্ডার আরো বাড়ানো যাবে যদি একে ট্রেইন করা যায়।  রাকিব তার রোবটের ডিজাইন সম্পর্কে বলেন, এর মাথায় ক্যাপ দেয়া হয়েছে যাতে করে সুর্যের অতিরিক্ত আলোর কারণে ভিডিও করতে কণ সমস্যা না হয়। এছাড়া যতটা সম্ভব সুন্দর করার জন্য তিনি চেষ্টা করেছেন।

দুর্যোগ ব্যবাস্থাপনা যেমন কোথাও আগুন লাগলে এটি তার দেহে থাকা সেন্সরের মাধ্যমে তা ডিটেক্ট করতে এবং এসএমএস এর মাধ্যমে তা জানাতে পারবে।  এমন কি গ্যান লীকের সেন্সরও আছে এই রোবটিতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে