বাড়ি কমিউনিটি ৭৪২ জনের মধ্যে ৪৩১জন ভোটিং ডেলিগেইটসদের নির্বাচন বর্জন

৭৪২ জনের মধ্যে ৪৩১জন ভোটিং ডেলিগেইটসদের নির্বাচন বর্জন

70
0

গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের বিভিন্ন রিজিয়নের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের পক্ষ থেকে গত ৩০ শে জানুয়ারী সেইভ দ্যা জি এস সি শীর্ষক এক জরুরী ভ্যাচুয়াল সভা অনুষ্ঠিত হয় ।


সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল ক্বাইউম কয়সরের সভাপতিত্বে ও সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে যোগদান করে সংগঠনের পেট্রন ও সাবেক কেন্দ্রীয় চেয়ারপার্সন ডঃ হাসনাত এম হোসেইন এমবিই ও সাবেক চেয়ারপার্সন ও পেট্রন কে এম আবু তাহের চৌধুরী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, বিশিষ্ট ব্যাবসায়ী শাহনূর আহমদ খান,সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ডঃ মুজিবুর রহমান ,সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান রানা, স্পোর্টস মাউথ শাখার সভাপতি মসুদ আহমদ, সাবেক সাংস্কৃতিক সম্পাদক হেলেন ইসলাম, বিভিন্ন রিজিয়নের নেতৃবৃন্দের মধ্যে হারুনুর রশীদ, মীর গোলাম মোস্তফা, সৈয়দ মুজিবুর রহমান, নুরুল ইসলাম,আসরাফ মিয়া, ফুলজার আহমেদ, মোহাম্মদ কাইয়ুম খান, কদর উদ্দিন, গিয়াস উদ্দিন, আব্দুর রহিম রনজু, তাজুল ইসলাম, সৈয়দ জিয়াউল ইসলাম, নূর আহমদ কিনু, মাসুম আহমেদ, আফসারুজ্জামান পারভেজ, দেলোয়ার হোসেন, রকিবুর রহমান, এবি রুনেল,জামাল খান নুরুল ইসলাম, মুজিবুর রহমান,রেজাউল করিম সিপার, জামাল হোসেন, রুহুল আমিন চৌধুরী মামুন, মফিকুল ইসলাম, শিপন আহমেদ, সেবু আহমেদ, মশফিক চৌধুরী, সৈয়দ সাইফুল ইসলাম, শেখ সুমন তরফদার, বদরুল হক, ও নাজমুল ইসলাম সুমন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।


সভায় বক্তারা -বিগত ২৯ জানুয়ারী রবিবার বারমিংহামে অনুষ্ঠিত জিএসসির নির্বাচনকে একটি প্রহসনের ,এক তরফা ও তামাশার নির্বাচন বলে মন্তব্য করে এ কমিটিকে একটি অবৈধ কমিটি হিসাবে প্রত্যাখ্যান করেন ।বক্তারা বলেন -বিজিএম ও নির্বাচনে ৭৪২ জন ভোটিং ডেলিগেইটসদের মধ্যে ৩১১ জন উপস্থিত হয়েছিলেন ।৪৩১ জন ডেলিগেইটস নির্বাচন বর্জন করেন । সভা থেকে বক্তারা ৪৩১ জন ভোটিং ডেলিগেইটসদের নির্বাচন বর্জন করায় তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয় যে -আগামী ১৩ই ফেব্রুয়ারি সারা দেশের জিএসসি নেতৃবৃন্দের নিয়ে লন্ডনে সেইভ দ্যা জি এস সি ও আমাদের করণীয় শীর্ষক এক পরামর্শ সভা আহ্বানের সিদ্ধান্ত হয় ।।
সংবাদদাতা;
মোহাম্মদ ফয়ছল মনসুর, লন্ডন, ইউকে,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে