২৬ আষাঢ়, ১৪৩২, ১০ জুলাই, ২০২৫, ১৪ মহর্‌রম, ১৪৪৭

গাজায় একটি হাসপাতালে ইসরাইলী বোমা বর্ষনের নিন্দায় মুসলিম কমিউনিটি এসোসিয়েশন

লন্ডন: দ্য মুসলিম কমিউনিটি এসোসিশেন (এমসিএ) গাজাস্থ আল আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে ইসরাইলী বোমা বর্ষনের তীব্র নিন্দা জানিয়েছে। এই বোমা হামলায় শিশুসহ অন্তত ৫শ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।

বিশ্বের যেসব মানবাধিকার সংগঠন গাজায় ইসরাইলের পূর্ণ অবরোধ ও নির্বিচারে বোমা হামলার মাধ্যমে চলমান মানবতা বিরোধী অপরাধের নিন্দা করেছে , এমসিএ তাদের সাথেও একাত্মতা পোষণ করছে।

এমসিএ’র কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ বলেন, “দখলদার ইসরাইলী বাহিনী নগ্নভাবে প্রচলিত যুদ্ধনীতির অবজ্ঞা করছে এবং আন্তর্জাতিক আইন ও প্রথার স্পষ্ট লংঘন করে যাচ্ছে। হাসপাতাল টার্গেট করা মূলত গণহত্যার মতোই একটি সন্ত্রাস এবং এটি একটি ঘৃণ্য পদক্ষেপ।”

তিনি আরো বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যেসব দেশ প্রকাশ্যে ইসরাইলকে মদদ দিয়ে যাচ্ছে, তাদের উচিত অবিলম্বে গাজায় চলমান সন্ত্রাস এবং নির্বিচারে শিশু ও বেসামরিক নাগরিক হত্যা বন্ধে ইসরাইলের প্রতি জোর দাবি জানানো। অন্যায্য অপরাধগুলোর জন্য ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করে ইসরাইলের পৃষ্ঠপোষকেরা কার্যত তাদের দ্বিমুখী মানসিকতারই বহি:প্রকাশ ঘটিয়েছে। ”

অবিলম্বে যুদ্ধ বন্ধে কার্যকর দাবি তোলার জন্য এবং একটি নিরাপদ করিডোর চালু করার মাধ্যমে গাজার বেসামরিক নাগরিকদের ঔষধ ও খাবার পৌঁছাবার সুযোগ দেয়ার জন্য এমসিএ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছে।

পড়ুনঃ  কবি নাজমুল ইসলাম মকবুল এর ৪৬তম জন্মদিন ১ ফেব্রুয়ারি -অ্যাডভোকেট ডক্টর জিয়াউর রহিম শাহিন

মহাবিশ্বের ‘মৃত্যুর দিন’ জানিয়ে দিলেন বিজ্ঞানীরা — পৃথিবীর জন্য সময় যেন এখন উল্টো দিকে চলছে

সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সাহায্যে লন্ডনে বিশেষ সভা অনুষ্ঠিত

আমরা কি ভুল মহাবিশ্বে আছি ?

জানুয়ারি-জুন ২০২৫: সাইবার সহিংসতার উদ্বেগজনক চিত্র প্রকাশ, দ্রুত পদক্ষেপের আহ্বান সিএসডব্লিউসি’র

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন পোর্টসমাউথের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নির্ধারিত সময়ের আগেই ইরান থেকে চার মিলিয়ন আফগানকে দ্রুত বিতাড়ন

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: ২০২৫ সালের প্রথম ছয় মাসে উদ্বেগজনক চিত্র

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে প্রবাসীদের সমস্যা ও সমাধান নিয়ে লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত